মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু !

স্টাফ রিপোর্টার, মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহির পাড়ায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আনিস (২১) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

 ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে
অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন আনিস। পরে বাড়ির মালিক দ্রুত তাকে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনিস দক্ষিণ নলবিলা এলাকার নুরুল আলমের ছেলে। হঠাৎ এ মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসকও জানান, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সংস্পর্শেই মৃত্যু ঘটেছে। এ দুর্ঘটনা এলাকার মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নাজমুল হাসান জানান, বিষয়টি তাদের নজরে আসেনি, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।


Post a Comment

0 Comments