ঢাকা-১৭ আসনে প্রার্থী হিসেবে লড়বেন বড়ুয়া মনোজিত ধীমন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। এবার তিনি ঢাকা-১৭ আসনে গণ সংযোগও শুরু করেছেন। এর আগে তিনি কুমিল্লা-১ আসনে প্রার্থী হয়েছিলেন।

ঢাকা - ১৭ আসনের আলোচিত ও শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে লড়বেন। শরীক দলের হিসেবে তিনি বিএনপির সমর্থন পেতে পারেন। এছাড়া এ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরো বেশ কয়টি দলেরও প্রার্থী রয়েছেন। বড়ুয়া মনোজিত ধীমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে বড়ুয়া মনোজিত ধীমন মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সহিংসতা মুক্ত, চাঁদাবাজি ও জবরদখলমুক্ত তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। তিনি ঢাকা-১৭ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা। পাশাপাশি তিনি একজন মানবাধিকার কর্মী, কলাম লেখক ও টেলিভিশন আলোচক। সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সোচ্চার অবস্থান, চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয়ের পাশাপাশি মানব সেবা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি হয়েছেন অনন্য। শৈশব কাল থেকেই বড়ুয়া মনোজিত ধীমন নিপীড়িত অসহায় গরীব দুঃখী মানুষের দাঁড়ান। তিনি দীর্ঘদিন ধরে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে একটি সামাজিক আন্দোলন নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে তার অভিনীত ও প্রযোজিত নারী পাচারের ঘটনা অবলম্বনে বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’ এরই মধ্যে দেশ-বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এছাড়াও সমাজের নানা অসংগতি নিয়ে তার লেখা বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশ হচ্ছে।
ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

Post a Comment

0 Comments