রামুতে ভূমি প্রতিরোধ মামলার আসামিরা অন্তবর্তীকালীন জামিনে গিয়ে নালিশকারীর ভিটি জমি জবর দখলে নেওয়ার অপচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জারাইলতলী এলাকায় প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে বাড়ির টিন বেড়া ও আসবাবপত্র সহ সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (০৫ নভেম্বর) রাত ১২ টার দিকে এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ,মোহাম্মদ শহিদুল্লাহ ও নুরুল ইসলাম সহ অজ্ঞাত আরো কয়েকজন ব্যক্তি একদল সশস্ত্র বাহিনী নিয়ে ঘর ভাঙচুর করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার । 

জানা যায়, উক্ত জায়গাটির বিরোধ নিয়ে কক্সবাজার আদালতে সিআর:-৬৬২/২৪ নং একটি মামলা চলমান রয়েছে।পরবর্তীতে এ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা জামিন নিয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে । আসামীরা আদালতে মামলা থাকার পরও আদালতকে অবমাননা করে এই লুটপাটের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।অভিযুক্ত ব্যক্তিরা আইন কানুন না মেনেই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয়রা।

সাইফুল ইসলামের পারিবারের দাবি, গত বুধবার রাত ১২ টার দিকে শহীদুল্লাহর নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী নিয়ে তাদের ঘর ভাঙচুর করে নিয়ে যায়। সাইফুল বলেন, তারা বিগত ১৫ বছর ধরে এই বাড়িতে ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।শুধু তাই নয় হামলার সময় বৈদ্যুতিক মিটার লাইনসহ সবকিছু খুলে নিয়ে যাওয়া হয়।বর্তমানে এই ঘরে কোন আলামত ও খুজে না পাওয়ার মত ঘটনা করেন।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের তথ্য সুত্রে জানা যায় এই ঘরের হোল্ডিং ট্যাক্স যাহার নাম্বার ১৯৮ দ্বারা পরিচালিত । তথ্য মতে, বিএস খতিয়ান নং: ৮৮২/২ নং খতিয়ানের সৃজিত বিএস ৪৭১৭,৪৭৬৯ নং খতিয়ানের আন্দর এবং আপোষ সুত্রে বি,এস ৪১৬৩ নং দাগের আন্দর ০.২১ একর জমির মালিক সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘটনার রাতে ফিল্মী স্টাইলে হামলা করে ব্যাপক ভাংচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় অভিযুক্ত সন্ত্রাসীরা।এই ঘটনার খবর পেয়ে রামু থানার একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে চলে যান।তবে এই জায়গা নিয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রামু কোর্টে মামলা চলমান রয়েছে। গেল ২০২৪ সালে ২২ শে সেপ্টেম্বর সকাল ১০ টায় আরও একটি ঘটনা করেছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। যেটা নিয়ে মামলা দায়ের করা হয়। 

ভুক্তভোগীরা জানান, বর্তমানে অভিযুক্ত ব্যক্তিরা জামিন নিয়ে সন্ত্রাসী স্টাইলে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানে সাইফুল ইসলামের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিষয় নিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান,চাকমারকুল ইউনিয়ন এর জারাইলতলী এলাকায় একটি ঘটনা হয়েছিল এমন সংবাদে জাতীয় জরুরী সেবা ৯৯৯ য়ে কল পেয়ে পুলিশ সরেজমিনে গিয়ে তদন্ত করে চলে আসে। যদি এ ঘটনায় থানায় ভুক্তভোগীর পক্ষে কোন অভিযোগ বা এজাহার জমা দেওয়া হলে তদন্তের সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংশোধনী: উক্ত সংবাদটি গত ০৮ নভেম্বর শনিবার প্রকাশিত হলেও হেডলাইনে অর্থগত শাব্দিক ভুল হওয়ায় আমরা আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি এবং সংবাদটি সংশোধন করে পুনরায় প্রকাশিত করা হল। 


Post a Comment

0 Comments