সুমন চন্দ্র দে, স্টাফ রিপোর্টার, মহেশখালী: দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালীতে গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক সহ চিহ্নিত দুই সন্ত্রাসী অনসারুল করিম এবং নুর আলমকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের দেভাঙ্গা পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী।
এসময় তাদের নিজ নিজ বাড়ী তল্লাশি করে ১টি এলজি, ১টি দু-নলা দেশীয় বন্দুক, ৬টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
মহেশখালী থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসীরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানব পাচার সহ একাধিক মামলার আসামী। পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্র এবং সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
0 Comments