নাইক্ষ্যংছড়িতে ধর্ষণ মামলার প্রধান আসামি খালেকুজ্জামান গ্রেফতার

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি: নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে এক নাম্বার আসামি খালেকুজ্জামান (২০) কে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের উত্তর সালামীপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত খালেকুজ্জামান নাইক্ষ্যংছড়ি থানায় দায়েরকৃত ধর্ষণ মামলা নং-০৭, তারিখ ১৮/০৯/২৫ খ্রি: এর প্রধান আসামি। ওই মামলায় খালেকুজ্জামান ও তার বন্ধু রিয়াজ মিলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর পিতা শহর আলী থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলাটি রুজু করে তদন্ত শুরু করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে এক নাম্বার আসামি খালেকুজ্জামানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপর আসামি রিয়াজকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।”

এদিকে ভুক্তভোগীর পিতা শহর আলী এ প্রতিবেদককে বলেন, “আমার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ফুঁসলিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে নাইক্ষ্যংছড়ি থানার হাজতে রাখা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হবে।

Post a Comment

0 Comments