সুমন চন্দ্র দে, মহেশখালী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) মহেশখালী উপজেলা শাখার দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে কক্সবাজার জেলা শাখার কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউজে’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ। এসময় তিনি মহেশখালী উপজেলা শাখার নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন এবং আগামী দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আবুল বশর পারভেজ, সাধারণ সম্পাদক এম সালামত উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, ছৈয়দ মোস্তফা আলী, যুগ্ম সম্পাদক এম বশির উল্লাহ, ফুয়াদ মোঃ সবুজ, নুরুল করিম, সহ-সাংগঠনিক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র দে, অর্থ সম্পাদক মোঃ সেলিম উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুন্নেছা সুখি(হ্যাপি করিম), সদস্য- মোঃ আসিফ, আদিবা সুলতানা নিশাত, ওয়াজেদুল হক মনি, আকিব বিন জাকের, মারুফ হাসান, সিহাব উদ্দিন, সিরাজুল মোস্তফা আপেল সহ ১৯ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে আসতে হবে। পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সাংবাদিকতা শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথি বিএমইউজে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন নিলু বলেন, সাংবাদিকদের কল্যাণে দায়িত্ব পালনের পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য বিএমইউজে সর্বদা এগিয়ে যাবে।
0 Comments