চকরিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের মুল হোতা সাজ্জাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার মধ্যরাতে (০৯ জুলাই) কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক টীম কলাতলী ডলফিন মোড়স্থ ওয়ার্ল্ড বীচ রিসোর্টে অভিযান চালিয়ে আসামী ছিনতাইয়ের মুলহোতা মোঃ সাজ্জাদ হোসেন’কে গ্রেফতার করেন। (মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম)

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী পিপিএম জানান, গত ০৬ জুলাই চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানাধীন ডুলহাজারা ইউপিস্থ মালুমঘাট এলাকায় পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাজ্জাদ’কে গ্রেফতার করতে যায়। চকরিয়া থানার এসআই (নিঃ)/সঞ্জীব কুমার পাল ও সঙ্গীয় ফোর্স সহ পরোয়ানাভুক্ত আসামীকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীকে সিএনজিতে করে থানার উদ্দেশ্যে রওনা হলে কিছু দুষ্কৃতকারী পুলিশের উপর অতর্কিত হামলা করে পরোয়ানাভুক্ত আসামীকে ছিনিয়ে নেয় । 

পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে চকরিয়া থানায় একটি মামলা রুজু হয়। উক্ত ঘটনার পর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ও হামলাকারীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান শুরু করে। তারই প্রেক্ষিতে মধ্যরাতে (০৯ জুলাই) কলাতলী এলাকার ওয়ার্ল্ড বীচ রিসোর্টে অভিযান চালিয়ে আসামী ছিনতাই মামলার প্রধান আসামী সাজ্জাদ হোসনেকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে । যার মামলা নং-চকরিয়া থানার এফআইআর নং-৫০, তারিখ- ৩১ আগস্ট, ২০২৩; জি আর নং-৪২১, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ , চকরিয়া থানার এফআইআর নং-৪৫, তারিখ- ১৬ জানুয়ারি, ২০২৫; জি আর নং-৪৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল, চকরিয়া থানার এফআইআর নং-১২, তারিখ- ০৪ জানুয়ারি, ২০২৫; জি আর নং-১২, ধারা- ১৯অ ঞযব অৎসং, অপঃ, ১৮৭৮; মামলায় অভিযুক্ত, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত,কক্সবাজার ,সিআর নং-২২৭৭/২৩, তারিখ- ২৮ অক্টোবর, ২০২৪; (কক্সবাজার,চকরিয়া)ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড মামলায় অভিযুক্ত ।


Post a Comment

0 Comments