সিএইচআরডিএফ'র উদ্যোগে কক্সবাজার শহরে চারা বিতরণ

স্বপন কান্তি দে: পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ) এর উদ্যোগে কক্সবাজারের বিজিবি ক্যাম্প মল্লিক পাড়া, পেতাসওদাগর পাড়া, পশ্চিম বড়ুয়া পাড়া, আলীর জাহাল এসএম পাড়া, দক্ষিণ সাহিত্যিকা পল্লী, চেয়ারম্যান ঘাটা, বাছা মিয়ার ঘোনা, পল্লানিয়া কাটা এলাকায় আয়োজিত হয় একটি সচেতনতামূলক প্রচারাভিযান ও পরিবেশবান্ধব চারা বিতরণ কর্মসূচি।

এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে আমলকি, অর্জুন, বাদাম, কালোজাম ও জলপাইসহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এসব স্থানীয় প্রজাতির গাছ ব্যক্তিগত উপকারের পাশাপাশি সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক।

সিইএইচআরডিএফ সূত্রে জানায়, এ উদ্যোগের মূল লক্ষ্য হল পরিবেশগত স্থায়িত্বশীলতা, পরিবেশ পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষিভিত্তিক টেকসই জীবিকা গঠন এবং জীববৈচিত্র্য রক্ষা। বৃক্ষরোপণ পরিবেশের কার্বন শোষণ বাড়ায়, বায়ু বিশুদ্ধ রাখে এবং মাটির উর্বরতা রক্ষা করে। একইসাথে মাটির গভীরে পানি সংরক্ষণ করে। —যা জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া। তিনি বলেন, এই ইতিবাচক উদ্যোগের বিপরীতে দাঁড়িয়ে আছে একটি প্রাতিষ্ঠানিক বাস্তবতা—ধনতান্ত্রিক রাজনীতির নামে পরিচালিত এক লোভনীয় শাসনব্যবস্থা, যা প্রকৃতির সুরক্ষার বদলে বনজ সম্পদ ও পরিবেশের ধ্বংসকে ত্বরান্বিত করছে। কর্পোরেট মুনাফাকে প্রাধান্য দিয়ে বন উজাড়, পাহাড় কাটা, নদী দখল, জলাভূমি ভরাট এবং স্থানীয় জনগোষ্ঠীকে উচ্ছেদ—এসব এখন রাষ্ট্রীয় নীতির ছায়ায় বৈধতা পাচ্ছে। পরিবেশকে পণ্য মনে করে শাসকগোষ্ঠী ও ব্যবসায়ীদের মধ্যে যে আঁতাত গড়ে উঠেছে, তা শুধু জীববৈচিত্র্য নয়, বরং মানবিক অধিকার, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা কোনো বিলাসিতা নয়, এটি একটি রাজনৈতিক ও নৈতিক দায়। তাই এ ধরনের চারা বিতরণ কার্যক্রম শুধুই বৃক্ষরোপণ নয়; এটি এক প্রতিরোধের বার্তা, যেখানে মানুষ, প্রকৃতি ও ভবিষ্যতের জন্য একটি বিকল্প, ন্যায্য ও টেকসই দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সিইএইচআরডিএফ-এর এ প্রয়াস স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে প্রাকৃতিক সম্পদের উপর জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ধ্বংসাত্মক উন্নয়ন নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সচেতনতামূলক অবস্থান তৈরি করতে চায়।

সিইএইচআরডিএফ চারা বিতরণ কর্মসূচির আহবায়ক ও উপ-প্রধান সমন্বয়ক(এসওএস) রুহুল আমিন এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যুগ্ম-প্রধান লিডার(এলডিএস) আব্দুল মান্নান রানা, ডেপুটি সেক্রেটারি(সিজিএস) জিহাদুল ইসলাম, ওয়েস্ট সিটি কাউন্সিল এসিস্ট্যান্ট সেক্রেটারি সাহাবউদ্দিন, খুরুশকুল লোকাল কাউন্সিল সেক্রেটারি নাজমুল হুদা জিশান।


Post a Comment

0 Comments