মগনামায় নৌ বন্দর চালু হলে অর্থনীতি সচল হবে : বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

দেলওয়ার হোসাইন//মহিউদ্দিন কুতুবী: উপকূলীয় নৌ বন্দর ও  কুতুবদিয়া সী-ট্রাক সার্ভিস চালুর সম্ভাব্য স্থান পরিদর্শন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সংশ্লিষ্ট দল নিয়ে সমাপ্ত করেছেন।

‎মগনামা কুতুবদিয়া নৌপথে  সী-ট্রাক চালু করার  দীর্ঘদিনের দাবী ছিল দুইপারের মানুষের। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে সী-ট্রাক ও উপকূলীয় নৌ বন্দর চালুর সম্ভাব্যতা যাচাই ও স্থান পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

‎মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ঘাট ও কুতুবদিয়া উপজেলার বড়কোপ ঘাট এলাকা পরিদর্শন করেন।

‎এসময় সাংবাদিকদের (বিআইডব্লিউটিএ) বলেন,এখানে নৌ বন্দর চালু হলে এ অঞ্চলে অর্থনৈতিক জোন তৈরি হবে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি হবে। সরকার নৌ বন্দর তৈরীতে বিনিয়োগ করতে আগ্রাহী হওয়ায় সম্ভাবনা যাচাইয়ের জন্য অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আমরা পরিদর্শনে এসেছি।

‎তিনি বলেন, কুতুবদিয়া-মগনামা নৌপথে সী -ট্রাক  সার্ভিস চালু হলে এটি শুধু যোগাযোগ উন্নয়ন নয়, বরং অর্থনীতি, জীবন যাত্রার মান,ও মোকাবেলায় ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ,  পর্যটন বৃদ্ধি এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবায় সহজ প্রবেশাধিকারের সুযোগ তৈরি হবে বলে মনে হয়।

‎কক্সবাজার জেলা প্রশাসন বন্দরের প্রস্তাবনা দিলে এ বিষয়ে সরকারের সাথে আলোচনা করা হবে। সরকার বন্দর নির্মাণে বিনিয়োগ করার আগ্রহ রয়েছে। মগনামা কুতুবদিয়া সী-ট্রাক চালুর বিষয়ে দুইপারে জেটি ঘাঁট নির্মাণ করা হবে বলেও জানান বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান  ।

‎এসময় বিআইডব্লিউটিসি (বাণিজ্য) পরিচালক এসএম আশিকুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী,মোঃ সাইদুর রহমান, যুগ্ন পরিচালক, নৌ সংরক্ষণ ও পরিচালক বিভাগ মোঃ সেলিম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী,এ এস এম আশরাফুজ্জামান, কামরুজ্জামান, উপ পরিচালক বন্দর ও পরিবহন বিভাগ, শরিফ উদ্দিন সরকারি পরিচালক, হাইড্রোগ্রাফি, বিআইডব্লিউটিএ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments