ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১৫ জুলাই ২০২৫) ঈদগাঁও থানা পুলিশের নেতৃত্বে চালানো এ বিশেষ অভিযানে ঈদগাঁও থানার মামলা নং-১০(০৭)২৫ এর এজাহারে চুরি মামলার আসামী সবুজ বড়ুয়া বাপ্পী এবং মামলা নং-১১(০৭)২৫ এর টমটম চুরি মামলার এজাহারভুক্ত আসামীরা যথাক্রমে মোঃ নাজিম উদ্দিন, মোঃ শিমুল আবু বকর ও তাশদীদ সাদেক ওরফে আকাশ-কে গ্রেফতার করা হয়।
অপরদিকে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুর মোহাম্মদ, ছেনুয়ারা বেগম ও রাবিয়া বসরী-কেও আটক করে আইনানুগভাবে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশের এমন অভিযান এলাকায় চুরি ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা ।
0 Comments