নিজস্ব প্রতিবেদক: দুদকের মামলায় সাবেক টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের স্ত্রীকে কারাদণ্ড দিয়েছে আদালত। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আলমের স্ত্রী আমিনা খাতুনকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। আমিনা খাতুন (৫৫) টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার জাফর আহমদের স্ত্রী।
দুদকের নব নিযুক্ত পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, আমিনা খাতুন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়া ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাত আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও ভোগদখলে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়।
জানা যায়, ২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন নগরের ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। বিশেষ মামলাটির নং-৪৯/২১। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
0 Comments