সুমন চন্দ্র দে, মহেশখালী: কক্সবাজার জেলার ফুটবলের মহরণ ডিসি গোল্ডকাপের পর্দা উঠেছে পহেলা সেপ্টেম্বর থেকে। এই টুর্ণামেন্টে জেলার ৯ উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করবে।
আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে নিজের সর্বশক্তি নিয়ে ঈদগাহ উপজেলার বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক চ্যাম্পিয়ন দল মহেশখালী উপজেলা। সে উপলক্ষে সোমবার (০১ সেপ্টেম্বর) মহেশখালীর উপজেলার দল ঘোষণা ও জার্সি উন্মোচন করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্ল্যাহ্ ও সাবেক জাতীয় দলের ফুটবলার এবং উপজেলা দলের প্রধান কোচ তৌহিদুল আলম সবুজ।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা দলের টিম অফিশিয়াল ও খেলোয়াড়বৃন্দ। পরে দলের কোচ, সিনিয়র খেলোয়াড় ও টিম অফিশিয়াল নিয়ে জার্সি উন্মোচন করা হয়।
জার্সি উন্মোচনের সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহ্ বলেন, মহেশখালী ফুটবলের উর্বর ভূমি। গতবারের মতো এইবারেও মহেশখালী উপজেলা চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে মাঠে লড়াই করবে। ক্রীড়া নৈপুণ্যতার লড়াইয়ে মহেশখালী উপজেলা আবারও চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে মহেশখালী উপজেলা ফুটবল দল ঘোষণা করা হয়। ঘোষিত দলে রয়েছে, গোল কিপার–সাঈদী, তারেক, সাইফুল, ডিফেন্ডার–মোস্তফা, নূর জায়েদ, আজিম রানা, মনির আলম, মো. মানিক, মো. সোহাগ, মো. শেফা, মো. আশেক মিডফিল্ডার–সাকের আহমেদ, মো. আরমান (মাতারবাড়ি) নূর মোহাম্মদ সুজন, মো. খোকা, রাজিব, সজীব ফরোয়ার্ড–মতিউর মুন্না, ইফতেখার, মো. আলাউদ্দিন, মো. আবরার, মো. মোরশেদ, মো. ইসমাইল, মো. আসিফ, মো. আবিদ (পৌরসভা), মো. মন্নান।
0 Comments