উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বার নিখোঁজ হওয়ার অন্তত ৩০ ঘন্টা পর খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল দিনভর খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে কামাল মেম্বার নিখোঁজ হন। তিনি কোথাও যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি চালান।
পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন স্থানীয় একটি খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মরদেহ দেখতে পেয়ে ইউপি সদস্য কামাল মেম্বারের বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জালিয়াপালং ইউনিয়ন ও উখিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও এলাকাবাসীর মধ্যে এটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
নিহত কামাল মেম্বার স্থানীয়ভাবে পরিচিত ও জনপ্রিয় একজন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
0 Comments