সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ৩ শিক্ষার্থী নিখোঁজ: ১জনের মৃতদেহ উদ্ধার

লোকমান ইসলাম রানা: কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষার্থী নিখোঁজ এক  শিক্ষার্থীর মৃত্যু দেহ উদ্ধাট  হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই সহপাঠী। নিহত ও নিখোঁজ  সকলেই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৫জন শিক্ষার্থী হিমছড়ি পয়েন্টে গোসলে নামেন। কিছুক্ষণ পরেই ঢেউয়ের তোড়ে তিনজন সাগরের গভীরে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম কে এম হাসানুর রহমান ওরফে সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। নিখোঁজ রয়েছে বগুড়ার দুই শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তারা একই বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিশনাল ডিআইজি ) আপেল মাহমুদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী।

তারা সকালে হিমছড়ি সৈকতে যান। যার মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে সাগরে গোসল নামে। এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছে।

তিনি জানান, বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। হিমছড়িসহ কক্সবাজার সৈকতে এমন দুর্ঘটনা নতুন নয়। সঠিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছরই প্রাণ হারাচ্ছে পর্যটকরা


Post a Comment

0 Comments