কুতুবদিয়া প্রতিনিধি: দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে জিআর পরোয়ানা ভুক্ত ২ জন আসামি আটক করেছেন বলে থানা সুত্রে জানা গেছে।
মোঃ সাইফউদ্দীন শাহীন, কক্সবাজার পুলিশ সুপার এর সার্বিক নির্দেশনা মোতাবেক কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে কুতুবদিয়া থানার চৌকস অফিসার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) নাজিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ ০১ জুলাই ২০২৫ ইং মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে কুতুবদিয়া থানাধীন লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজির পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন লেমশীখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড়ে হাবিব হাজির পাড়ার মোঃ নাছিরউদ্দীন,পিতাঃ ছাবের আহমেদ, ছাবেকুননাহার মুন্নি,স্বামী ছাবের আহমেদ, ননজিআর- ১৯/২৫(কুতুবদিয়া), ধারা- ৩২৩/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০; এর ওয়ারেন্টের পলাতক আসামী বলে জানান এবং ওয়ারেন্ট তামিল অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments