রামুর ডাকভাঙ্গা ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি: রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের উদ্যোগে পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ৪ দিনব্যাপী বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বৃহষ্পতিবার, ১৯ জুন সকালে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা শাসছুন নাহার। এতে স্বাগত বক্তব্য রাখেন- ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, রামুর দূর্গম পাহাড়ি অঞ্চলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে মানসম্মত প্রাথমিক শিক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করায় ডাকভাঙ্গা বাংলাদেশ এর সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

তিনি এখানে শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে বলেন- এখানকার শিক্ষার মান শহরের নামিদামি প্রতিষ্ঠানের চেয়েও ভালো। শিশুদের জন্য পাঠদানের সুন্দর পরিবেশ এখানে রয়েছে। শিক্ষকরা মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর। প্রতিটি শিশুকে নিজ সন্তানের মতো স্নেহ-মমতা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার মহান দায়িত্ব পালনে শিক্ষকদের আন্তরিক হতে হবে। এজন্য শিক্ষকদের পাঠদানে অধিক দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খান, প্রশিক্ষণার্থী রাবেয়া বেগম, আরেফা আক্তার, উম্মে সালমা (সিনিয়র), উম্মে সালমা, মার্জিয়া বেগম, কুলছুমা আক্তার, জুরমী বড়ুয়া, শিউলী রানী দে, আবদুল হামিদ, প্রীতিলতা দেবী, আঞ্জুমান খানম, আসমাউল হোসনা, আয়েশা ছিদ্দিকা। ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলবে ২২ জুন পর্যন্ত।

Post a Comment

0 Comments