মহেশখালী প্রতিনিধি : মহেশখালী মিয়াজির পাড়া থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
হারুন-অর-রশীদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২৪ ঘন্টা টহল জারি রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড”।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী (৩৭) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৩টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৪টি রামদা ও ১টি ব্রাস নাকলসহ উক্ত সন্ত্রাসীকে আটক করা হয়।
সন্ত্রাসীমূলক কার্যক্রম ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
জানাগেছে, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে ধৃত করে।
আটককে জব্দকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 Comments