জুলফিকার আলী ভুট্টো, চকরিয়াঃ কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে বুধবার আদালতে তোলা হলে, ৭ মামলায় ১৮ দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে দাবি করে, এর প্রতিবাদে ঝটিকা মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এই মিছিলের পর জেলাজুড়ে আইনশৃঙ্খলার ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে। এতে প্রশাসন নড়েচড়ে বসে।
গত ১২ ঘন্টায় (বুধবার বিকাল ৫টা ঘেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত) চকরিয়া থানা পুলিশ আটক করে ১৬ জনকে। আটককৃতদের মধ্যে সাবেক সংসদ সদস্য জাফর আলমের ভাতিজা হাছান আল বসরী(৪৭), ভাগিনা হেলাল উদ্দিন(৪৭), ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জান অহিদ(৩৫)সহ আরো যারা রয়েছে তারা হলো- খুটাখালী ইউনিয়নের মিজানুর রহমান(৩৪), সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম(৩২),
একই ইউনিয়নের ভিলেজার পাড়ার আব্দুর রহিম(৫৩) ও শহিদুল ইসলাম আজাদ(২৯), চিরিঙ্গা বুড়িপুকুর এলাকার জফুর আহমদ(৬০), লক্ষ্যারচর ইউনিয়নের ইউপি সদস্য সোহরাব হোসেন প্রঃ নান্নু মেম্বার(৪৫), সিকদার পাড়া এলাকার তৌহিদ হোসেন চৌধুরী(৫৪), হারবাং এলাকার জমির উদ্দিন(৫৫), উত্তর হারবাং কলাতলী এলাকার জহিরুল ইসলাম মানিক(৩৭), পৌরসভার ছালাম মাস্টার পাড়া এলাকার আব্দুল জলিল(৩৪), হাসেম মাস্টার পাড়ার মোঃ আবুল হোসেন প্রঃ বাবলু(৩৫), নিজপান খালী এলাকার বিপ্লব বড়ুয়া(৩৪) ও বিনামারা এলাকার বাবুল বড়ুয়া(৫৮)।
গ্রেফতার সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, 'অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।' এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
0 Comments