মহেশখালীতে অপারেশন ডেবিল হান্ট, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

সুমন চন্দ্র দে, মহেশখালী: মহেশখালী উপজেলায় অপারেশান ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মী কে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।  

থানা পুলিশ সূত্রে জানা যায়—মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এর তত্ত্বাবধানে, এসআই এনায়েত কবীর, এসআই সুমিত বড়ুয়া, এসআই জীবন চন্দ্র দাশ, এএসআই উত্তম কুমার বড়ুয়া, এএসআই লিংকন কুমার নাথ, এএসআই সৈয়দ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ মহেশখালী থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৩/২০২৫ইং জিআর-৫৯/২৫ এর 

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাদ্দাম হোসেন (৩৪), পিতা-জালাল আহমদ, মাতা-খুরশিদা বেগম, সাং-ডেইল পাড়া, ০৭নং ওয়ার্ড, ছোট মহেশখালী ইউপি, ২। সিরাজ মিয়া(৬০), পিতা-মৃত নছরত আলী, মাতা-মৃত সুরুত আলী, সাং-গোরস্থান পাড়া, ০৫নং ওয়ার্ড, বড় মহেশখালী ইউপি, ৩। সাদ্দাম হোসেন (৩২), পিতা-মোঃ শাহ আলম, মাতা-রাজিয়া বেগম, সাং-মধুয়ার ডেইল, ০৫নং ওয়ার্ড, বড় মহেশখালী ইউপি, ৪। মফিজুর রহমান (৫৮), পিতা-মৃত আবুল ছৈয়দ, মাতা-মাইমুনা খাতুন, সাং-ছোট কুলাল পাড়া, ০৬নং ওয়ার্ড, বড় মহেশখালী ইউপি, ৫। রেজাউল করিম (৫৪), পিতা- মৃত আব্দুল গণি, মাতা- মৃত চেমন আরা, সাং-মিয়াজীর পাড়া, ওয়ার্ড নং- ০৫, মাতারবাড়ী ইউপি, ৬। শহিদুল আলম (৪২), পিতা-মৃত মোঃ জাফর, মাতা-দিলুয়ারা বেগম, সাং-উত্তরকুল, ০৪নং ওয়ার্ড, ছোট মহেশখালী ইউপি, সর্ব থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারদের কে গ্রেফতার করা হয়।   

গ্রেফতারকৃত ব্যক্তিরা সরকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ। পরবর্তীতে উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।  মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, এটা নিয়মিত অভিযান শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments