প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা, সমাজসেবিকা সমিতা বড়ুয়া আর নেই। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী সম্ভু বড়ুয়া, দুই ছেলে, দুই মেয়ে,নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান।
শুক্রবার (২০ জুন) বেলা ২টায় রামু মৈত্রী বিহার প্রাঙ্গণে অন্ত্যেষ্টিক্রিয়ার পর জাদী পাড়া শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হবে।
প্রয়াত সমিতা বড়ুয়া মেরংলোয়া বড়ুয়া পাড়া গ্রামের রমণী বড়ুয়ার কনিষ্ঠ কন্যা এবং একুশে পদকপ্রাপ্ত, প্রয়াত উপ-সংঘরাজ ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের প্রাক্তন অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর ভাতিজি।
বড় ছেলে কমল বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হচ্ছিল। পথে চন্দনাইশ এলাকায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাঁকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
0 Comments