উখিয়ার ইনানীতে দূর্ধর্ষ ডাকাতি: ডাকাতের গুলিতে নিহত এক

উখিয়া সংবাদদাতা: উখিয়ার ইনানীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের এলোপাথাড়ি গুলিতে এক ভাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং অপর এক ভাই গুরুত্বর আহত হয়েছে। নিহতের নাম বাবুল উদ্দিন (৪০)। তার পিতার নাম--ইসহাক উদ্দিন।  কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী পূর্ব নুরার ডেইল এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সংঘবদ্ধ ডাকাতদল ওই এলাকার একটি বাড়িতে হানা দেয়। ডাকাতির সময় প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গুলি ছোড়ে, এতে দুইজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।  

ডাকাতির ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Post a Comment

0 Comments