চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ৪ সন্তানের জননীর মৃত্যু

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়াঃ কক্সবাজারের  চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা নিহতের চার শিশু সন্তানদের কোন ক্ষতি করেনি হাতির দল। 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার  ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ইসমত আরা বেগম ঐ এলাকার মো. আলমগীরের স্ত্রী।  

এদিকে স্থানীয় হেডম্যান অলি আহমদ বলেন, রাত সাড়ে ৯ টার দিকে একদল বন্যহাতি শাবকসহ ছাইরাখালী এলাকায় আসে। এসময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে আক্রমণের চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে একটি হাতি ঘরের চালা ভেঙেঘরে ঢুকে ইসমত আরাকে শুঁড় দিয়ে  আছড়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।  তবে ইসমত আরার চার শিশু মায়ের পাশে ছিল। তাদের কোন ক্ষতি করেনি বন্যহাতির দল। এসময় তার স্বামী স্থানীয় বাজারে অবস্থান করছিল।  

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, মঙ্গলবার  সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  মারা যাওয়া নারী রিজার্ভ বনের ভিতর ঝুপড়ি ঘর তৈরি  করে বসবাস করতেন। ঐ এলাকাটা হাতির বিচরণ ক্ষেত্র।   

চকরিয়া উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Post a Comment

0 Comments