কুতুবদিয়ায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জবরদখলকৃত জমি উদ্ধার: অবৈধ ৬টি দোকান উচ্ছেদ

কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া কমিউনিটি সেন্টার এলাকায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জায়গা জবরদখল করে রাখা অবৈধ ৬টি দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  সকাল এগারোটার দিকে পুলিশ, নৌবাহিনী ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশসহ  যৌথ টিমের সহায়তায় জেলা পরিষদের মালিকানাধীন এই জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন, এসময় তিনি বলেন অবৈধ স্থাপনার ব্যাপারে সরকারের এই মুহূর্তে পুরো বাংলাদেশে জিরো টলারেন্স। এই প্রেক্ষিতে যে উচ্ছেদ মামলা হয় তার অংশ হিসেবে আমরা প্রত্যক্ষ করেছি, কৈয়ারবিলের মূলত ৬টি দোকান সেমি পাকা, জেলা পরিষদের পুকুরের পাশে এই দোকানগুলো আজকে উচ্ছেদ সম্পন্ন হয়েছে।

অভিযানে সার্বিক সহায়তা করেন জেলা পরিষদের সার্ভেয়ার কাউছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া নৌ-কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ ইখতিয়ার,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সোহেল রানা এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি-আলমসহ যৌথবাহিনীর টিম।


Post a Comment

0 Comments