হেলাল উদ্দিন , উখিয়া; কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের সদর বন বিটের হাতিমুরা বাজার থেকে এক বিশালাকৃতির বার্মিজ অজগর উদ্ধার করেছে বনবিভাগ।
রোববার (৩১ আগস্ট) রাত দেড়টার দিকে স্থানীয়রা অজগরটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সদর বিটের বনকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ কেজি।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান বলেন, অজগরটি উদ্ধার করে আমরা থাইংখালী বিটের সংরক্ষিত বনের গহীনে অবমুক্ত করেছি। এটি পরিবেশের ভারসাম্য ও প্রাণীজগত সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে হাতিমুরা বাজার এলাকায় অজগরের উপস্থিতি দেখে সবাই প্রথমে ভীত হয়ে পড়েন। তবে বনবিভাগের তৎপরতায় সাপটি নিরাপদে প্রকৃতিস্থানে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি ফিরে আসে।
বনবিভাগের এই উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
0 Comments