পেকুয়ায় নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ প্রধান শিক্ষক: স্কুল ফটকে তালা

স্টাফ রিপোর্টার, পেকুয়া: প্রতিদিনের মত সকালে স্কুলে আসেন প্রধান শিক্ষক। একটু দূর থেকে স্কুলের প্রধান ফটকে তালা ঝুলতে দেখে অবাক হন তিনি। বাইরে ব্যানার হাতে শিক্ষার্থীদের জটলা দেখে এগিয়ে গেলে বেশ কিছু শিক্ষার্থী এসে ঘিরে ধরেন প্রধান শিক্ষককে। এসময় নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। এসময় প্রধান শিক্ষক স্কুলের প্রধান ফটকের দিকে যেতে চাইলে শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়েন । 

এক শিক্ষার্থী প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলেন স্যার কোথায় যাচ্ছেন নড়াসড়া করবেননা, আমাদের সাথে কথা না বলে কোথাও যেতে পারবেননা । তখনই প্রধান শিক্ষককে ব্যানার পেচিয়ে  অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। কয়েক জন শিক্ষার্থী প্রধান শিক্ষককে বাধাঁ দিতে অন্য সহপাঠীদের এগিয়ে আসতে বলনে। এসময় এক শিক্ষার্থী সহপাঠীদের উদ্দেশ্যে করে বলেন,তোমাদের ভয় লাগছে? এসো কিসের ভয়।

‎সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

‎প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর অন্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সহায়তায় শিক্ষার্থীদের কবল থেকে উদ্ধার করা হয়।

‎জানা যায়, রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ'র বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের সাথে অসদাচরণ দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও অনিয়মের অভিযোগে তাঁর অপসারণের দাবীতে

‎শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে আন্দোলন নামেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা গেলেও কোন অভিভাবকের অংশগ্রহণ চোখে পড়েনি।

‎এবিষয়ে প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ বলেন,সকালে স্কুলে আসলে শিক্ষার্থীরা আমাকে ব্যানার দিয়ে পেচিয়ে অবরুদ্ধ করে ফেলে। পরে ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় নিয়ে ম্যানেজিং কমিটির সাথে মিটিং হয়,বিষয়টি সমাধানের পথে।

‎এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আবু জাফর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিকভাবে আমি স্কুলে ছুটে গিয়ে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করি এবং শিক্ষার্থীদের ক্লাসে পাঠিয়ে দেই । 

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে সহাদ্যপূর্ণ আলোচনায় স্কুলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেয়া হয়। তিনি বলেন,বিষয়টি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অবগত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে আরও একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত করে প্রধান শিক্ষককের অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

‎এদিকে নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষক অবরুদ্ধ হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। এতে অনেকেই প্রধান শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন আচরণের বিরোধিতা করেন।


Post a Comment

0 Comments