দৈনিক রূপালী সৈকত পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে কক্সবাজার জেলা অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি: গতকাল ১৮ আগস্ট কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক রূপালী সৈকত’ পত্রিকায় প্রকাশিত “কক্সবাজার জেলা অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে জালাল , সাদ্দাম ও আমান উল্লাহ কে বহিষ্কার” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত হয়ে তথ্য গোপন করে জেলার একটি রেজিস্টার্ড সংগঠনের বৈধ পরিচালনা কমিটির শীর্ষ কর্মকর্তাদের(আমাদের) বিরুদ্ধে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।  

উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে “১৭ আগষ্ট রবিবার বিকাল ৫ ঘটিকার সময় কক্সবাজার জেলা অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন( রেজিঃ নং চট্র -১৪৯১) এর অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সংগঠনের কার্যকরী কমিটির সংখ্যাগরিষ্টতার সিদ্ধান্তে ৩ টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদে আরো উল্লেখ করা হয়েছে,  প্রথম সিদ্ধান্ত হল- কক্সবাজার জেলা অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাবিদার জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক দাবিদার সাদ্দাম হোসেন অর্থ সম্পাদক আমান উল্লাহ আমানকে  সংগঠনের গঠনতন্ত্র বিরোধী  কার্যকলাপ করার কারণে সংগঠনের গঠনতন্ত্রের(২১) এর (গ) ধারা অনুযায়ী কক্সবাজার জেলা অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং( চট্র ১৪৯১)সংগঠন থেকে সাময়িক বহিষ্কার। 

দ্বিতীয় সিদ্ধান্ত হলো অত্র সংগঠনের কার্যকরী সভাপতি আহসান উল্লাহ আহাসানকে বর্তমান সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। 

তৃতীয় সিদ্ধান্ত কক্সবাজার জেলা অটো রিক্সা টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আগামী নির্বাচনের জন্য সকল সদস্যকে একত্রিত করে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার  লক্ষ্যে সংগঠনের সকল সদস্যদেরকে প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।” 

এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, প্রকাশিত সংবাদের একটা অংশে উল্লেখ করা হয়েছে- সভাপতি দাবিদার জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক দাবিদার সাদ্দাম হোসেন অর্থ সম্পাদক আমান উল্লাহ আমানকে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ করার কারণে বহিষ্কার করা হয়েছে। 

মুলত: সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ করার কারণে গত ৫ আগস্ট জরুরী সাধারন সভার মাধ্যমে বিধি মোতাবেক সাধারন সম্পাদকের দায়িত্ব থেকে নুরুল হককে বহিষ্কার করা হয়। অথচ একজন বহি:ষ্কৃত ব্যক্তি কিভাবে কাল্পনিক সাধারন সভার নামে বর্তমানে দায়িত্বরত বৈধ সভাপতি জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও অর্থ সম্পাদক আমান উল্লাহ আমানকে বহি:ষ্কৃত করেছেন তা শুনে সংগঠনের সদস্যদের মাঝে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই কাল্পনিক সংবাদ শুনে জেলাজুড়েও হাস্যরসের সৃষ্টি হয়েছে। 

সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত হয়ে বহি:ষ্কৃত নুরুল হকের নেতৃত্বে সংগঠনের অন্যান্য বহি:ষ্কৃত ও বিতর্কিতদের সমন্বয়ে একটি চক্র ভুঁয়া ও কাল্পনিক সভা দেখিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে পত্রিকায় সংবাদ ছাপিয়েছে। যা আইনত দন্ডনীয় অপরাধ। এসব অপকর্মকারীদের বিরুদ্ধে অচিরেই সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 

আমরা দৈনিক রূপালী সৈকতে প্রকাশিত এই মিথ্য বানোয়াট সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই বহি:ষ্কৃত সাধারন সম্পাদক নুরুলহক এর সাথে কোন প্রকার আর্থিক লেনদেন বা সাংগঠনিক যে কোন কার্যক্রমের বিষয়ে যোগাযোগ না করার জন্য অত্র সংগঠনের জেলা শাখাসহ কক্সবাজার জেলার সকল শাখা-উপশাখার সদস্যদের প্রতি অনুরোধ রইলো। 

প্রতিবাদকারী:

জালাল উদ্দীন- সভাপতি।

সাদ্দাম হোসেন- সাধারন সম্পাদক।

আমান উল্লাহ- অর্থ সম্পাদক। 

কক্সবাজার জেলা অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন( রেজিঃ নং: চট্র- ১৪৯১)।


Post a Comment

0 Comments