মহেশখালী থেকে স্কুল ব্যাগে অস্ত্র নিয়ে যাচ্ছিলো লক্ষীপুর: পুলিশের অভিযানে সেই অস্ত্রসহ আটক ২

সুমন চন্দ্র দে, স্টাফ রিপোর্টার, মহেশখালী: চট্টগ্রাম মুখী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানোর সময় এক যাত্রীর কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশির সময় একটি ছোট কম্বল মুড়ানো অবস্থায় দেশীয় তৈরী ৩টি এলজি উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ ।


১৭ আগস্ট (রবিবার) সকালে উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়কে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়া।

আটকরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার লামছড়ি এলাকার রবিউল হাসান (১৮) ও হৃদয় হোসেন (২২)। পুলিশ জানায়, রবিউল চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। তল্লাশির সময় তার স্কুলব্যাগ থেকে কম্বলে মোড়ানো তিনটি এলজি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে হৃদয়কে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, অস্ত্রগুলো মহেশখালী থেকে কিনে লক্ষ্মীপুরে এক ব্যক্তির কাছে বিক্রি করতে যাচ্ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments