মহেশখালীতে গলায় ফাঁস দিয়ে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, মহেশখালী: মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের তিতা মাঝি পাড়ায় স্বামীর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। 

২০ আগষ্ট (বুধবার) দুপুর ১২টার দিকে ইউনিয়নের তিতা মাঝির পাড়া এলাকায় নিজ বাড়ীতে তিনি গলায় ফাঁস লাগানো অবস্থায় নিহতের মা দেখতে পায়। পরে নিহত রোজিনা আকতার এর মায়ের চিৎকার শোনে স্থানীয়রা এসে রুমের দরজা ভেঙে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেন।

রোজিনা আকতার মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড তিতা মাঝির পাড়া এলাকার হাফেজ মোয়াজ্জেম হোসেন এর স্ত্রী। এবং চকরিয়া কোনাখালী ৫নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার হাবিব উল্লাহ মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১ মাস ১২ দিন ধরে রোজিনা আকতার এর স্বামী হাফেজ মোয়াজ্জেম হোসেন জেল হাজতে রয়েছেন। তার স্বামী জেলে থাকায় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। মানসিক ভারসাম্য হারিয়ে পাশ্ববর্তী লোকজনের উপর কয়েকবার হামলা চানান তিনি। গত এক সাপ্তাহ ধরে রোজিনা আকতারকে স্থানীয় ডাক্তার ও বদ্য দিয়ে চিকিৎসা চলছে বলে জানান। এদিক দুপুরে হঠাৎ রোজিনা আকতার সবার অগোচরে বাসার দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলেও জানান।

নিহত রোজিনা আকতার এর পিতা হাবিব উল্লাহ জানান, আমার মেয়ে সাপ্তাহখানেক ধরে মানসিক ভাবে ভেঙে পড়ে। তার অদ্ভুত আচরণে বদ্য দিয়ে চিকিৎসা চালাচ্ছি। হঠাৎ আজ দুপুরে ঘরের দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বসে। তার ৩ টা মাসুম বাচ্চা রয়েছে।

নিহতের বড় ছেলে রকিবুল হাসান তানভীর জানান, বাইরে আমি খেলা করছিলাম। হঠাৎ চেচামেচি শোনে ঘরে এসে দেখি মা দরজার বন্ধ করে রেখে। আমার চাচারা এসেছে ঘরের দরজা খুলে দেখে মা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে।

হাফেজ মোয়াজ্জেম হোসেনের ভাইয়ের মাধ্যমে জানা যায়, তারা মামারবাড়ি পুলিশ ফাঁড়িতে অবগত করেন এবং কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। 


Post a Comment

0 Comments