চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ঔষধ

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদক টিম অভিযান চালিয়ে কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কাগজপত্র জব্দ করেছে। সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপি এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিকভাবে ডাক্তারদের অনুপস্থিতির কারনে রোগীদের ভোগান্তি, উপস্থিত ডাক্তারদের কর্মঘণ্টা অনুযায়ী সময় না দেওয়া, ক্ষেত্রবিশেষে ডাক্তারদের রূঢ় ব্যবহার, ইনডোরে ভর্তি থাকা রোগীদের নিম্নমানের খাদ্য সরবরাহসহ নানা অভিযোগে সমন্বিত দুদক কার্যালয় কক্সবাজারের টিম এ অভিযান চালায়। 

অভিযোগ রয়েছে, বহু বছর যাবৎ চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রধান সহকারি ছৈয়দ হোছাইন একই পদে বহাল থাকায় তিনি অপ্রতিরোধ্যভাবে দুর্নীতি করে যাচ্ছেন। ফলে এই হাসপাতালের শাখা- প্রশাখায় দুর্নীতি ডালপালা বিস্তার করে আছে। এছাড়া হাসপাতালের স্টোরকিপার মোহাম্মদ হোসেন রোগীদের জন্য সরবরাহকৃত ঔষধ বিতরণ না করে বাহিরে বিক্রয়ের অভিযোগ রয়েছে। 

এদিকে দুদকের অভিযানের সময় স্টোরকিপার মোহাম্মদ হোসেনের কাছে সংরক্ষিত বেশকিছু মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। এবিষয়ে সে দুদক টিমের কাছে শিকারোক্তিমূলক লিখিত জবানবন্দি দেন।

অভিযান পরিচালনাকারী দুদক টিমের প্রধান  কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন অভিযান শেষে সাংবাদিকদের জানান, আমরা কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কাগজপত্র জব্দ করেছি। এগুলো পর্যালোচনা করে কমিশনে রিপোর্ট করা হবে এবং উর্ধতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ সত্বর আরো কিছু অভিযান পরিচালনা করা হবে। 


Post a Comment

0 Comments