খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে ফ্ল্যাট পাওয়া ৪৪০৯ জনের তালিকা বাতিল

আপন কন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের পুরো তালিকাটি বাতিল করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, তালিকা ত্রুটিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) নির্মিত বহুতল ভবনের উপকারভোগী বাছাই, সরকারি ফ্ল্যাট হস্তান্তর ও রক্ষাণাবেক্ষণ নীতিমালা- ২০২৫ অনুযায়ী এ প্রকল্পে পুনর্বাসনের জন্য ২০১১ সালে প্রণীত ৪ হাজার ৪০৯ জনের তালিকা ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও পক্ষপাতদুষ্ট হওয়ায় বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গনমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ৪ হাজার ৪০৯ জনের তালিকাটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনার আলোকে প্রকৃত জলবায়ু উদ্বাস্তুদের তালিকা প্রণয়ন করা হবে। 

সুত্র জানায়, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পূর্ব-উত্তর পাড়ের খুরুশকুল এলাকায় গড়ে উঠছে ৪ হাজার ৪০৯ জন জলবায়ু উদ্বাস্তুর জন্য আবাসন প্রকল্প। এখানে ২৫৩ একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে পাঁচতলাবিশিষ্ট ১৩৭টি ভবন। ২০১৭ সালে ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প’ নামে এ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২০ সালে প্রাথমিকভাবে ৬০০ পরিবারকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়। বাকীদের ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার আগেই অনিয়মের অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকার কর্তুক পুরো প্রকল্পটি বাতিল করা হল।


Post a Comment

0 Comments