চকরিয়ার ঢেমুশিয়ায় টমটম গ্যারেজের তালা ভেঙে ৯টি ব্যাটারি লুট

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা এলাকায় একটি টমটম গ্যারেজে চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬ জুলাই) ভোরে সংঘবদ্ধ চোরচক্র গ্যারেজের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি টমটম থেকে ৯টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

গ্যারেজের মালিক মোহাম্মদ ফেরদৌস ও মোজাম্মেল হক জানান, ভোর ৫টার দিকে গ্যারেজে গিয়ে তারা তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে দুটি টমটমের ব্যাটারি চুরি হওয়ার বিষয়টি টের পান। চুরি যাওয়া ব্যাটারিগুলোর বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

মোহাম্মদ ফেরদৌস বলেন, “আমরা দুজন মিলে গ্যারেজটি ভাড়া নিয়ে টমটম চার্জ দেই। কিছুদিন আগে ঋণ করে টমটমগুলো কিনেছি। এখন চুরির ঘটনায় আমরা চরম সংকটে পড়েছি।”

গ্যারেজের অপর অংশীদার মোজাম্মেল হক বলেন, “লাভের উপর টাকা ধার করে টমটম কিনেছি। এখন এই চুরির কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছি।”

এদিকে একই রাতে আম্মারডেরা কেন্দ্রীয় জামে মসজিদের দানবক্সের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

স্থানীয় বাসিন্দা আবদুল মন্নান বলেন, “প্রতিদিনই এলাকায় কোথাও না কোথাও চুরি হচ্ছে। চোরদের দৌরাত্ম্যে আমরা কেউই নিরাপদ নই। দ্রুত এসব চোরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।”

এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে আতঙ্কে রাখছে। তারা দাবি করছেন, প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে এসব অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক।


Post a Comment

0 Comments