সুমন চন্দ্র দে, মহেশখালী: জাতীয় দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মহেশখালীতে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য এক অনুষ্ঠান। সোমবার (১ জুলাই) মহেশখালী উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, উপজেলা প্রকৌশলী বনি আমিন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স. ম. ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি জেএইচএম ইউনুচ, মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোবাইব সজীব এবং সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখাইন কমিউনিটি নেতা উছেন থে রাখাইন, সাংবাদিক এম. রমজান আলী, এম. বশির উল্লাহ, জাহেদ সরওয়ার, আবু বকর ছিদ্দিক, সালাহ উদ্দিন রতন, হাফিজুর রহমান, মহিউদ্দিন, সাহাব উদ্দিন শিকদার, আব্দুল করিম, কফিল বিন আমির, ইয়াছিন আরাফাত, কাইছার হামিদ, আব্দুল হান্নানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগের মহেশখালী-কুতুবদিয়া প্রতিনিধি রকিয়ত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. হেদায়েত উল্লাহ বলেন- “আজকের এই দিনটি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি। এক বছর সফলভাবে পার করে আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে তারা। শুরু থেকেই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করেছে এবং দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।”
বক্তারা পত্রিকার সম্পাদক-প্রকাশক, লেখক, প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপন করেন সাংবাদিক এম. রমজান আলী। শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
0 Comments