আবু বকর ছিদ্দিক-ঈদগাঁও: ঈদগাঁও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
শনিবার (৫ জুলাই) বিকেল ৪টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পূর্ব পাশে পুকুর পাড় সংলগ্ন খালি জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন টিমের সদস্যরা।
পরিদর্শনকারী দলে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মোঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহীদুল আলম, উপ-প্রকল্প পরিচালক মোঃ জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের নবাগত উপ-পরিচালক মোঃ আবু তালহা, বিদায়ী উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা বেগম এবং ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলমাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস ছালাম, শরীরচর্চা শিক্ষক আব্দুস সালাম, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের স্টাফ আ.ন.ম. মাসুদ রানা ও আনসারুল করিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জাফর আলম জাদু, জাফর আলম ও শাহজালাল প্রমুখ।
পরিদর্শনের শেষ পর্যায়ে লাল পতাকা টাঙিয়ে প্রস্তাবিত মডেল মসজিদের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।
0 Comments