সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বি.বি.এ ৩য় ব্যাচের এবং বর্তমানে আরএমবিএর শিক্ষার্থী ওমর ফারুক টিপু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
৬ জুলাই সকালে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওমর ফারুক টিপু সিবিআইইউ বিজনেস এলামনাই এসোসিয়েশনের সদস্য। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন।
তার গ্রামের বাড়ি উখিয়ার ইনানীতে। ওমর ফারুক টিপু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। ব্যক্তিগত জীবনে অমায়িক, নম্র-ভদ্র, সদা হাস্যোজ্জ্বল ছিলেন। ছোট বড় সবাই তাকে পছন্দ করতো।
এদিকে, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ওমর ফারুক টিপুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী, ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, রেজিস্ট্রার রাজিবুল হক সুমন ও বিজনেস স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আদিতা বড়ুয়া।
সেই সঙ্গে শোক বাণী দিয়েছেন সিবিআইইউ বিজনেস এলামনাই এসোসিয়েশন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
0 Comments