লোকমান ইসলাম রানা: জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল বীচওয়ে হল রুমে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন ও প্রধান আলোচক ছিলেন মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আলমগীর গনি, মোঃ আতিকুর রহমান আজাদ এবং মুহাম্মদ মনজুর হোসেন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, মোঃ খায়রুল ইসলাম ও মোঃ হাসান সরদার জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি রুকন আমিন হেলালী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওসমান গনি (ইলি)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি আইয়াজ রবি ও খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক আকাশ, প্রচার সম্পাদক হোসেন সুমন, দপ্তর সম্পাদক শওকত আলম, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সহ-অর্থ সম্পাদক মাসুম, আরফাত, রাশেদ ও আজাদ।
উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আজিজ হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন টিপু ও ফরহাদ।
এছাড়া টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুর হোসাইনও উপস্থিত ছিলেন,উখিয়া উপজেলার অর্থ সম্পাদক,ইমরান,আরাফাত, মহেশখালী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপী করিম।
বক্তারা বলেন, সাংবাদিকতা পেশাকে মর্যাদার আসনে রাখতে হলে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে কাজ করলেই সাংবাদিক সমাজ শক্তিশালী হয়ে উঠবে।আলোচনা শেষে অতিথিদের মাঝে সম্মানা ক্রেস তুলে দেওয়া হয়েছে। পরে মধ্যাহ্নভোজের আয়োজন মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।
0 Comments