চকরিয়ায় বাস উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ জন নিহত, আহত অন্তত ৩০

জাফর ইকবাল: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে উল্টে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘন্টার পর ঘন্টা খাদে উল্টে ঝুলে ছিল, আর তার ভেতর আটকা পড়ে ছিলেন হতভাগ্য যাত্রীরা। এসময় স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও চকরিয়া উপজেলার উদ্ধারকারী দল প্রাণপণ চেষ্টা চালিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে থাকেন। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজে সহায়তা করছেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


Post a Comment

0 Comments