উখিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হেলাল উদ্দিন, উখিয়া:  কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।  

শনিবার (০৬ জুলাই ২০২৫) সকালে চালানো এ অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন, একটি বাটনফোনসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা।  

র‍্যাব সূত্রে জানাযায়, র‍্যাব-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প এবং সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারবনিয়া এলাকায় ইয়াবার একটি বড় চালান দেশের অন্যত্র প্রেরণের প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মাদকের চালানসহ দুইজনকে আটক করে র‍্যাব। আটককৃতরা হলেন.. মোঃ মনির (৩২), পিতা- বাদশা মিয়া, মাতা- খাইরুন নেছা, স্থায়ী ঠিকানা- উত্তর নুনিয়াছড়া, বিমানবন্দর সড়ক, থানা-কক্সবাজার সদর। বর্তমান ঠিকানা- ছোট হাবিব পাড়া, ০৭নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। মঞ্জুর আলম (২৮), পিতা- রশিদ আহমদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- মাদারবনিয়া, ০৮নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।  

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  সম্প্রতি বিজিবি, পুলিশ ও র‍্যাবের অভিযানে একের পর এক বিশাল মাদকের চালন আটক করলেও গডফাদারা ধরাছোয়ার বাইরে রয়ে যাচ্ছে। যার ফলে মাদক পাচার বন্ধ হচ্ছে না বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। 

তারা আরো বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল র‍্যাবের এমন অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার করেছে। স্থানীয়দের দাবি, মাদক নির্মূলে নিয়মিত এঅভিযান আরও জোরদার করার।

Post a Comment

0 Comments