মরিচ্যা চেকপোস্টে সাদা প্রাইভেট কার তল্লাশি: ৫,৬০০ পিস ইয়াবাসহ যুবক আটক

হেলাল উদ্দিন , উখিয়া:  কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারই ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনে পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিতে একটি সাদা প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা। 

এসময় মাদক পরিবহনের অভিযোগে চট্টগ্রামের মীরসরাই এলাকার এক যুবককে হাতেনাতে আটক করা হয়।  রবিবার, (২৯ জুন ২০২৫ ইং) তারিখে, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সাদা রঙের প্রাইভেট কারকে সন্দেহভাজন মনে করে থামান। 

গাড়িটির চালক বিজিবির জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ করলে আরও গভীরভাবে তাকে জিজ্ঞাসাবাদ ও গাড়িটি তল্লাশি শুরু করে।  পরবর্তীতে গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় মোট ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট। এসময় গাড়ির চালক মোঃ রহিম উল্লাহ রনি (৩০), পিতা: মৃত মোহাম্মদ উল্লাহ, সাং: সরকারতালু ছত্তরুয়া, উপজেলা: মীরসরাই, জেলা: চট্টগ্রাম-কে গ্রেফতার করা হয়।  

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে বার্মা (মিয়ানমার) থেকে কৌশলে এসব ইয়াবা বাংলাদেশে প্রবেশ করিয়ে কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহের চেষ্টা করছিল।  

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের সদস্যরা সর্বদা সজাগ রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবি সব সময়ই কঠোর অবস্থানে রয়েছে। 

আমাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও চেকপোস্টে কড়া নজরদারির ফলেই এ ধরণের চোরাকারবারি চক্র বারবার ধরাশায়ী হচ্ছে। তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে জব্দকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments