মহেশখালীর ইরাক বড়ুয়াকে ধরতে মাঠে পুলিশ, তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারের মহেশখালীতে মাদক ও অস্ত্র মামলার পলাতক আসামি ইরাক বড়ুয়ার খোঁজে তৎপর হয়ে উঠেছে পুলিশ। উপজেলার উত্তর নলবিলা বড়ুয়া পাড়ার এই তরুণের অবস্থান শনাক্তে ইতিমধ্যেই পুরস্কার ঘোষণা করেছে মহেশখালী থানা পুলিশ।   

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে ইরাক বড়ুয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং প্রায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করে। তবে মামলার পরপরই ইরাক গা-ঢাকা দেয়।    

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইরাক বড়ুয়াকে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন এলাকায় অভিযান চলছে এবং যে কেউ তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। ইরাককে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।    

অন্যদিকে, ইরাক বড়ুয়ার পরিবারের দাবি, পুরো মামলাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তারা বলছেন, ইরাক একজন ধর্মপ্রাণ বৌদ্ধ তরুণ, যিনি নিয়মিত বিহারে ধর্মীয় চর্চা করতেন। তার বড় ভাই ইরানের মতো তাকেও টার্গেট করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।    

প্রসঙ্গত, ইরাকের বড় ভাই ইরান বড়ুয়াও একটি মামলার আসামি হয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

Post a Comment

0 Comments