খরুলিয়ার আলোচিত ডাকাতি, টাকা লুট এবং গাড়ি ভাংচুরের মামলায় ৮ আসামী কারাগারে

মোহাম্মদ রমজান: কক্সবাজার সদরের খরুলিয়ার বহুল আলোচিত ডাকাতি, টাকা লুট এবং গাড়ি ভাংচুরের সেই মামলায় অভিযুক্ত ৮ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।  রোববার আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সদর এবং রামু থানার আলাদা দুই মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। 

আসামীরা হলো, মোজাম্মেল হক প্রঃ ময়না, রিয়াদ, সেলিম, শামসুল আলম প্রঃ বাবুল, মোঃ রাশেদ, সৈয়দ আহমদ, রুবেল ও গিয়াস উদ্দিন। এদের মধ্যে রিয়াদ ও সেলিম সদর-রামু থানায় দায়ের করা দুই মামলার আসামী। ৮ আসামীদের প্রায় সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে ।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,  সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। যাদের কারণে রীতিমতো অতিষ্ঠ এলাকার নিরীহ মানুষ।  

প্রসঙ্গত: ঈদুল আজহার আগের দিন রামুর কলঘর বাজার এলাকায় একটি নোয়া গাড়ির গতিরোধ করে ডাকাত দল। এক পর্যায়ে গাড়ির ভেতরে থাকা মানুষজনকে মারধর করে তাদের কাছে থাকা গরু বিক্রির প্রায় ২৭ লাখ টাকা লুট করে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এসময় আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের নোয়া গাড়িটিও ভাংচুর করে চিহ্নিত সন্ত্রাসীরা।  

একই সময় উক্ত সন্ত্রাসীদের নেতৃত্বে খরুলিয়ায় গরুর খামারেও ডাকাতি এবং লুটপাট চালানো হয়। আলাদাভাবে সংঘঠিত এসব ঘটনায় রামু এবং কক্সবাজার সদর মডেল থানায় পৃথক দু'টি মামলা রুজু করেন ক্ষতিগ্রস্তরা।  সেই মামলায় জামিন নিতে গেলে অপরাধের ধরণ বিবেচনায় আসামীদের জামিন নামঞ্জুর করে সবাইকে জেল হাজতে পাঠায় আদালত।  

এদিকে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং লুট হওয়া টাকাসহ গাড়ির ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মামলার বাদী পক্ষ।

Post a Comment

0 Comments