স্টাফ রিপোর্টার পেকুয়া : শিল্প উন্নত দেশ গুলো একের পর এক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক শিল্প কারখানা বাস্তবায়নের ফলে পৃথিবীতে জলবায়ুর বিরূপ পরিবর্তন ঘটছে। এতে করে বাংলাদেশের উপকূল অঞ্চল জলবায়ু হুমকির মুখে রয়েছে।
বাংলাদেশে কয়লা ও এলএনজিভিত্তিক জীবাশ্ম জ্বালানি প্রকল্পে জাপানের বেসরকারি বিনিয়োগ বন্ধ সহ জলবায়ু মোকাবেলায় ঋণ বাতিল করে অর্থায়নের দাবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরার আয়োজনে গ্লোবাল ডে অফ এ্যাকশন-২০২৫ পালন করেন।
এ উপলক্ষে ধরা পেকুয়া উপজেলা শাখা ও লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির উদ্যেগে সাইকেল র্যালি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে পেকুয়া সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে অনুষ্ঠিত সাইকেল র্যালী ও মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু মোকাবেলায় ঋণ নয়, প্রতিশ্রুতি ও নয় এখনই অর্থায়ন করতে হবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে জলবায়ু মোকাবেলায় অর্থায়ন নিশ্চিত করতে শিল্প উন্নত দেশ গুলোর প্রতি আহবান জানান পরিবেশবাদীরা।
‘ধরা’ পেকুয়া উপজেলার সমন্বয়ক দেলওয়ার হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী। উক্ত সাইকেল র্যালিতে ও মানববন্ধনে লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, সহ সাধারণ সম্পাদক ফজল কাদের, সদস্য শফিল আলম বাতন ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
0 Comments