ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে পেকুয়ায় ধরার সাইকেল র‌্যালি ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার পেকুয়া : ‎শিল্প উন্নত দেশ গুলো একের পর এক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক শিল্প কারখানা বাস্তবায়নের ফলে পৃথিবীতে জলবায়ুর বিরূপ পরিবর্তন ঘটছে।  ‎এতে করে বাংলাদেশের উপকূল অঞ্চল জলবায়ু  হুমকির মুখে রয়েছে।  ‎  ‎

বাংলাদেশে কয়লা ও এলএনজিভিত্তিক জীবাশ্ম জ্বালানি প্রকল্পে জাপানের বেসরকারি বিনিয়োগ বন্ধ সহ জলবায়ু মোকাবেলায় ঋণ বাতিল করে অর্থায়নের দাবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরার আয়োজনে গ্লোবাল ডে অফ এ্যাকশন-২০২৫ পালন করেন।  ‎  ‎

এ উপলক্ষে ধরা পেকুয়া উপজেলা শাখা ও লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির উদ্যেগে সাইকেল র‌্যালি মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।  ‎  

‎শনিবার (২৮ জুন) বিকেলে পেকুয়া সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে অনুষ্ঠিত সাইকেল র‍্যালী ও মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু মোকাবেলায় ঋণ নয়, প্রতিশ্রুতি ও নয় এখনই অর্থায়ন করতে হবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে জলবায়ু  মোকাবেলায় অর্থায়ন নিশ্চিত করতে শিল্প উন্নত দেশ গুলোর প্রতি আহবান জানান পরিবেশবাদীরা।  ‎  ‎

‘ধরা’ পেকুয়া উপজেলার সমন্বয়ক দেলওয়ার হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী।  ‎  ‎

উক্ত সাইকেল র‌্যালিতে ও মানববন্ধনে লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, সহ সাধারণ সম্পাদক ফজল কাদের, সদস্য শফিল আলম বাতন ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

Post a Comment

0 Comments