হেলাল উদ্দিন, উখিয়া: টেকনাফে থেকে বার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও হুইপ গণমানুষের প্রিয় নেতা, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, জননেতা জনাব শাহজাহান চৌধুরী আজ (২৭ জুন) শুক্রবার উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ পূর্ববর্তী সময়ে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে এক হৃদয়ছোঁয়া বিশেষ দোয়ার আয়োজন করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ বেতার কক্সবাজারের ইসলামি আলোচক মাওলানা নুরুল হাসান আযাদ এ সময় তিনি উক্ত মসজিদের প্রিয় মুখ ও সমাজপতি—মরহুম এক্স চেয়ারম্যান আবু মিয়া, বদিউর রহমান চৌধুরী, শাহাব মিয়া, সিরাজুল হক চৌধুরী, কালু ড্রাইভার, ফয়েজ কোম্পানি, আবুল খাইর পন্ডিত, সিরাজুল হক বি.এ, নুরুল ইসলাম চৌধুরী, হামিদুল হক চৌধুরী, মির আহমেদ সিকদার, কুইল্ল্যামিয়া ড্রাইভার, বাঁচা মিয়া সওদাগর, আলতাফ হোসেন মেজর, সাইফুল ইসলাম মাস্টারসহ বহু গুণীজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
জুমার নামাজে খতীব সাহেবের কোরআন ও হাদিসভিত্তিক চমৎকার আলোচনা ও বয়ানে মুগ্ধ হয়ে জননেতা শাহজাহান চৌধুরী তাঁকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।
নামাজ শেষে সাবেক হুইপ মসজিদের পাশে অবস্থিত কবরস্থানে গিয়ে প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তিনি মসজিদের মুসল্লী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এছাড়া মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম এবং সুষ্ঠু পরিচালনা বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন জননেতা শাহজাহান চৌধুরী।
0 Comments