র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের মুলহোতা সিকদার’কে  গ্রেফতার করেছে র‌্যাব-১৫

লোকমান ইসলাম রানা: র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের মুলহোতা সিকদার’কে  গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গত ১১ জুন ২০২৫খ্রিঃ বুধবার রাত আনুমানিক ১১-০০ টায় রোহিঙ্গা ক্যাম্প-১৫’তে বসবাসরত মোঃ রহিমুল্লাহর ছেলে মোঃ হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর হতে ডেকে রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিকটিমের পরিবারের নিকট ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে ও ভিকটিমের পরিবারকে প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে মেরে ফেলার হুমকি প্রদান করে বলে জানা যায়। 

এদিকে অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র‌্যাব-১৫ ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন  জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে  গত ১৪ জুন ২০২৫খ্রিঃ মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মোঃ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয় ও তার দেওয়া তথ্য মতে অপহরণকৃত ভিকটিম মোঃ হাফিজুল্লাহকে  গত ১৫ জুন ২০২৫ ইং, সকাল ৭-০০ ঘটিকায়, র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের সমন্বয়ে রঙ্গীখালির দুর্গম পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে  উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি অন্যান্য মালামালও উদ্ধার করা হয়। 

এ সংক্রান্তে টেকনাফ থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় ২৭ জুন ২০২৫খ্রিঃ  সন্ধা ৭:০০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী ও অন্যতম মুলহোতা সিকদার প্রঃ বলি’কে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা হতে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী  সিকদার প্রঃ বলি(৪৫), উখিয়া উপজেলার পালংখাখী মরাগাছতলা এলাকার বাসিন্দা আবু’র পুত্র।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


Post a Comment

0 Comments