সিএমপি’তে কর্মরত কনস্টেবল মনির ১০ হাজার পিস ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার এক সদস্যকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। বুধবার সকালে চুনতি বনবিভাগ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম মুনিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সিটিএসবির কোতোয়ালী জোনে কনস্টেবল পদে কর্মরত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় টহলরত পুলিশ মুনিরুলকে থামিয়ে তল্লাশি চালায়। 

এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুনিরুলের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে।


Post a Comment

0 Comments