রামুতে একই পরিবারের চার শিশু নিখোঁজ


জাফর ইকবাল:
 কক্সবাজারের রামুতে একই পরিবারের চার শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার জুমার নামাজের পর থেকে তারা নিখোঁজ বলে জানান তাদের পরিবার। 

নিখোঁজ চার শিশু পরস্পর আত্মীয়। এই বিষয়ে চার শিশুর পরিবারের পক্ষ থেকে রামু থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।  

নিখোঁজ চার শিশু হলো, কলিম উল্লাহর ছেলে ওমর ফারুক ইমন, আনছার উল্লাহর ছেলে আব্দুল হামিদ ছমির, ছৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ রিতাজ এবং নজরুল ইসলামের ছেলে মেস্তফা কামাল।  

নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জুমার নামাজের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি তারা। 

কেউ এই চার শিশু সন্ধান পেলে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন শিশুদের পরিবার।  যোাগাযোগ: ছৈয়দ উল্লাহ মোবাইল নাম্বার :01870092962

Post a Comment

0 Comments