দেলওয়ার হোসাইন, পেকুয়া : গণ প্রতিনিধিত্বশীল ভারসাম্যপূর্ণ সংসদ গঠনে সকল দলের অংশগ্রহন থাকার প্রয়োজনে আনুপাতিক হারে পি আর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন,ফ্যাসিবাদী রাষ্ট্রের অবকাঠামো পরিবর্তনের জন্য ছাত্র জনতা ও নাগরিকরা গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, রাষ্ট্র সংস্কার শাসনতন্ত্র পরিবর্তন করাই ছিল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে সংসদে গণ প্রতিনিধিত্বশীল রাষ্ট্র গঠনে সকল দলের অংশ গ্রহনের জন্য আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা থাকা দরকার।
এতে কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের মনোভাব পেয়েছি। তিনি আরও বলেন,বাংলাদেশের বিদ্যমান নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যায় কোন দল এক পারসন বা দুই পারসন ভোট পেয়ে সংসদে সরকার গঠন করে এতে ছোট দলের কোন অধিকার থাকেনা।
কাজেই সংসদে গণ প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য আনুপাতিক হারে নির্বাচণের ব্যবস্থা নিশ্চিতের জন্য তার দল দাবি জানিয়েছে এবং এটাই ছিল ছাত্র জনতা ও নাগরিকদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় পেকুয়া চৌমুহনী চত্বরে আয়োজিত পথ সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বক্তব্য রাখেন,কেন্দ্রীয় অধিকার পরিষদের মুখপাত্র মোঃ হাসান,গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন, চকরিয়া গণ অধিকার পরিষদের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আমিনুল এহছান। তিনি পেকুয়ায় রাজনৈতিক সফরের উদ্দেশ্যে দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতণ করেন,এসময় স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে বরণ করে শুভেচ্ছা জানান।
তিনি বিকেল ৪টায় পেকুয়ায় চট্টগ্রাম যুব অধিকার পরিষদ সভাপতি সাহেদুল ইসলাম এর পারিবারিক অনুষ্ঠানে যোগদেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং শহীদের পরিবারের সাথে স্বাক্ষাৎ করেন,এসময় শহীদের পিতা মাতার খোঁজ খবর নেন।
সন্ধ্যা ৬টায় পেকুয়া চৌমুহনী চত্বর ক্রেমলিন চৌধুরী প্লাজার সামনে আযোজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন,বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে সারাদেশে জুলুম, নির্যাতন,মামলা হামলা করে নেতা কর্মীদের জেল খাটিয়েছেন মাসের পর মাস ।
ফ্যাসিস্ট সরকার মানুষের কথা বলার অধিকার হরণ করেছেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক মারধর ও হেনস্তার স্বীকার হয়েছি,আমাদের ছাত্ররা অনেক আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে ।
বক্তব্যে তিনি তাঁর দল যেন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে সে জন্য সকলকে সহযোগিতার করার আহবান জানিয়েছেন। এসময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদ সাবেক সহ সভাপতি হাবিব উল্লাহ মিজবাহ সহ আরও অনেক উপস্থিত ছিলেন।
0 Comments