মহেশখালীর হোয়ানক থেকে আগ্নেয়াস্ত্রসহ জাহাঙ্গীর নামে এক ব্যক্তি গ্রেপ্তার

সুমন চন্দ্র দে, মহেশখালী :  মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া বাজার থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  ৬ জুলাই (রবিবার) ভোর সাড়ে ৪টার দিকে হোয়ানকের ২ নম্বর ওয়ার্ড কালাগাজী পাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়— মহেশখালী থানার একটি বিশেষ টিম হোয়ানকের ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বারের অফিসের সামনে অভিযান চালায়। অভিযানে জনৈক বাহাদুরের পুত্র মো. জাহাঙ্গীর (৪৮) গ্রেফতার হন। তল্লাশির সময় তার ডান হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের বস্তা থেকে একটি সচল একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।  

এই ঘটনায় পুলিশ আরও জানায়, জাহাঙ্গীরের স্বীকারোক্তি ও প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই অস্ত্রচক্রে স্থানীয় আবদুল মতিন, নেজাম উদ্দিন নাজুসহ আরও কয়েকজন জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় অস্ত্রের ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।  

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আগে একজন নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তবে সম্প্রতি তার চলাফেরা ও কিছু সন্দেহজনক যোগাযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।  

পুলিশ জানিয়েছে, আটককৃত জাহাঙ্গীরের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রচক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রয়েছে।  

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পুলিশের অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

Post a Comment

0 Comments