“আরাকান আর্মির ষড়যন্ত্রের কারনে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না” -রোহিঙ্গা নেতা নবী হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি: নিজ দেশে ফিরে যেতে যান মিয়ানমারের বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। কিন্তু আরাকান আর্মির ষড়যন্ত্রের কারনে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে দাবী করেছেন- আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এর কমান্ডার নবী হোসেন। সোমবার(১৪ জুলাই) স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক অডিও বাতা’য় এমনটা দাবী করেছেন এই রোহিঙ্গা নেতা। 

অডিও বার্তা’য় নবী হোসেন বলেন, ১৯৪২ সাল থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে জান্তা বাহিনীর অত্যাচার, নীপিড়ন, ধর্ষণ, জুলুমের শিকার হয়ে আসছেন রোহিঙ্গারা। শুধু তাই নয় বৃহত্তর রোহিঙ্গা জনগোষ্টির সহায় সম্পদ লুট করে বাড়িঘর জ¦ালিয়ে দিয়ে ভিটেমাটি কেড়ে নিয়ে হত্যাযজ্ঞ চালালে বাধ্য হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা।

তিনি বলেন, গত প্রায় ৮/১০ বছর ধরে বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, নানান সুযোগ-সুবিধা দিয়ে পরম যত্নে লালন-পালন করে আসছেন, এজন্য তারা বাংলাদেশের সরকার, প্রশাসন ও জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১৮/১৯ কোটি মানুষ আছে। তার উপর বোঝা হয়ে আমরা থাকতে চাইনা। 

নবী হোসেন বলেন, “আমরা নিজ দেশে ফিরে যেতে চাই। কিন্তু রোহিঙ্গারা যাতে স্বদেশে ফিরতে না পারে তার জন্য রোহিঙ্গা ক্যাম্প গুলোতে এবং ক্যাম্পের বাইরে নানামুখী ষড়যন্ত্র শুরু করা হয়েছে। তিনি বলেন, মিয়ানমারের মগ বাহিনীর সাথে আতাত করে আরাকান আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্টি হিসেবে প্রমান করতে ক্যাম্পের অভ্যন্তরে নিজেরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে তার দায় সাধারন রোহিঙ্গাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের প্রশাসনকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শুধু তাই নয় সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্তমুলক সংবাদ প্রচার করাতেও নানাভাবে অপ-তৎপরতা চালাচ্ছে এই আরাকান আর্মি”। 

অডিও বার্তা’য় নবী হোসেন সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, ‘কারো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দয়া করে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচার করুন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সত্যি সত্যি-ই নিজ দেশে ফিরে যেতে চাই। বাংলাদেশে আমাদের কোন কার্যক্রম নেই, আমাদের কার্যক্রম নিজ দেশে। এখানে আমাদের কোন অস্ত্র নেই, আমরা রাখতেও চাইনা। এটা আমাদের দেশ নয়, আমরা রোহিঙ্গা জাতি, আমরা আরাকানে ফিরতে চাই। নিজ দেশে ফিরে যেতে আমাদের সহযোগিতা করুন।’

‘আরাকান আর্মি’র বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গ্যাদের প্রত্যাবসান ঠেকাতে এই সংগঠনটি ক্যাম্পের অভ্যন্তরে সর্বক্ষন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ক্যাম্পের পরিবেশকে অশান্ত করে সাধারন রোহিঙ্গাদের উপর দায় চাপিয়ে বিশ^-বাসীর কাছে সন্ত্রাসী গোষ্টি হিসেবে প্রমান করার অপচেষ্টায় উঠে পড়ে লেগেছে। তারা কোনভাবেই চায়না রোহিঙ্গারা ফিরে যাক। আরাকান আর্মির এই ষড়যন্ত্রের সাথে যোগ দিয়েছেন কিছু সংখ্যক রোহিঙ্গা। যারা বাংলাদেশ থেকে ফিরে যেতে চায়না’। 

নবী হোসেন সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাদের কোন কার্যক্রম বাংলাদেশে নেই। সম্প্রতি ক্যাম্প-১১ থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেটি সম্পর্কেও তিনি কিছুই জানেননা কিন্তু সংবাদমাধ্যমগুলোতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার প্রতিপক্ষের দেয়া সাজানো মিথ্যা তথ্যের উপর ভিত্তি করেই তার নাম জুড়ে দেয়া হয়েছে বলে দাবী করেছেন তিনি। নবী হোসেন আরও বলেন, সে কোন সময়-ই ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন না। কিন্তু আরাকান আর্মি পরিকল্পনা করেই তাকে বারবার ফাঁসানোর অপচেষ্টা চালিয়েছেন। 

অডিও বার্তা’য় রোহিঙ্গা নেতা নবী হোসেন আরও বলেন, রোহিঙ্গাদের চরম দুর্দিনে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা জাতি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। নিজ দেশ আরাকানে ফিরে যেতে বাংলাদেশ সরকার, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চান রোহিঙ্গা (এআরএ) নেতা নবী হোসেন। 



Post a Comment

0 Comments