মোবারক হোসাইন : কক্সবাজারের বিএনপির গণমিছিলে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগরের নামাজে জানাজা সোমবার (২১ই জুলাই) সকাল ১০ ঘটিকার সময় পিএমখালী তার নিজ এলাকায় অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি নেতা-কর্মী ছাড়াও কক্সবাজারের শত শত মুসল্লী অংশ নেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেন, ছৈয়দ নুর ছিলেন বিএনপি দুঃসময়ের সাহসী নেতা। তৃণমূল থেকে শুরু করে তার অনেক অবদান রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজপথে ছিলেন। গতকাল সমাবেশে তিনি বক্তব্য দিয়েছিলেন। তারপরপরই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। আমরা তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য: রবিবার বিকেলে কক্সবাজার শহরে একটি মাঠে আয়োজিত গণিমিছিলে বক্তব্য রাখার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা ছৈয়দ নুর। তৎক্ষাণিক তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুর খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
0 Comments