সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার

আপন ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। 

অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।  

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জিনিয়া চাকমা জানান, দুইজন নিহত ও অস্ত্র উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments